ট্রেনগুলি সাক্ষাৎ স্বর্গ!
শোভন চেয়ারে এসির কনকনে হাওয়া, বাইরে সবুজ প্রকৃতি, নিরবিচ্ছিন্ন যাত্রা। ট্রেন ছুটছে আপন তাল। শহর পেরিয়ে গ্রাম, গ্রাম ডিঙিয়ে ফের শহর। মধ্যবিত্তের জন্য সবুজ বেঞ্চির মতোন সাধারণ বগি, জানালা খোলা যায়। তবু, সৌন্দর্য্য সেখানেও ভর করে। ঝকঝক শব্দে এগিয়ে আসছে গন্তব্য, সুখের ভ্রমণে ট্রেনের বিকল্প ট্রেনই। মেট্রোরেল, পাতাল রেলের গল্পটা আমাদের রোজকার। তবে এমন কিছু …